ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকূপার বাগুটিয়া গ্রামে শুক্রবার দুপুরে সংসারের কাজ কর্ম নিয়ে ছেলে আবু বকরের স্ত্রী সেলিনা খাতুনের সঙ্গে শ্বাশুড়ির ঝগড়া ও চুলোচুলি হয়। পুত্রবধূ শাশুড়ির হাতে লাঠি দিয়ে আঘাত করে।
এতে লালমতি অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার পর পুত্রবধু সেলিনা খাতুন পালিয়ে গেছে। হৃদরোগে মৃত শ্বাশুড়ির নাম লাল মতি বেগম। তিনি ওই গ্রামের মৃত আবুল কাশেম শেখের স্ত্রী। শৈলকূপার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই তৌফিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে সংসারের কাজ কর্ম নিয়ে ছেলে আবু বকরের স্ত্রী সেলিনা খাতুনের সঙ্গে শ্বাশুড়ির ঝগড়া ও চুলোচুলি হয়। এ সময় পুত্রবধূ শাশুড়ির হাতে লাঠি দিয়ে আঘাত করে। এতে লালমতি অসুস্থ হয়ে পড়েন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যান লালমতি। বেগতিক দেখে পুত্রবধু সেলিনা খাতুন লাশ রেখে পথের
মাঝ থেকে পালিয়ে যান। এসআই তৌফিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আঘাতের পর হৃদরোগে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোন পাননি বলে জানান, শৈলকূপা থানার ওসি রফিকুল ইসলাম।
বিপি। আর এল