Home Uncategorized বোয়ালমারীতে ইনসাফ সীডের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত

বোয়ালমারীতে ইনসাফ সীডের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আধুনিক রোপন যন্ত্র দিয়ে রোপনকৃত ধানের মাঠ পর্যবেক্ষণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা চরপাড়া গ্রামে মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে ইনসাফ সীড লিমিটেডের আয়োজনে কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলীর সভাপতিত্বে আধুনিক রোপন যন্ত্র দিয়ে ধান চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইনসাফ সীড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মাতিনুর রহমান (টনি)। এ সময় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন কৃষিবিদ হীরালাল নাথ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দাস প্রমুখ। মাঠ দিবসে এলাকার অসংখ্য কৃষক-কৃষাণী, সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী