সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: চাই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ। সনাক-টিআইবির উদ্যোগে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংস ঘটনার অবিলম্বে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয় লক্ষ্মীপুরে।
সনাকের উদ্যোগে রাজনৈতিক দোষারোপ নয় সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে মোট ৪৫ টি জেলায় মানববন্ধনের আয়োজন করে টিআইবি সনাক।
লক্ষ্মীপুরে র মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাকের সভাপতি,সহঃ সভাপতি বৃন্দ, ও সনাক সদস্যবৃন্দ, লক্ষ্মীপুর জেলার টিআইবির কর্মকর্তা কর্মচারী বৃন্দ স্বজন সদস্যবৃন্দ ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ ,এছাড়া লক্ষীপুর জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সতস্ফুর্ত ভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। সনাক সভাপতি বলেন মন্দির, গীর্জা, বাড়ী ঘর পুড়িয়ে দেয়া, ভেঙ্গে ফেলা অন্যায়।যা মানা যায়না।
অপরাধীর বিচার তিনি চেয়েছেন।আরো বক্তব্য রেখেছেন সনাকের সহঃ সভাপতি মাসুদুর রহমান খান ভুট্টো,সনাক সহ-সভাপতি পারভীন হালিম সনাক সদস্য সুলতানা মাসুমা বানু সহ-আরো অনেকে।তারা বলেন আমরা বাঙালি জাতি। হিন্দু মুসলমান ভেদাভেদ আমরা চাই না। ধর্মীয় সহিংসতা চাই না।
তারা আরো বলেন আবহমানকাল ধরে বাংলাদেশে হিন্দু-মুসলমানরা মিলেমিশে বসবাস করে আসছে। তারা আরো বলেন ধর্মীয় সহিংসতা সৃষ্টি করে যারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে শীঘ্রই তাদের বিচারের আওতায় আনা হোক।
বিপি/কেজে