দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।৩০ অক্টোবর (শনিবার) সকালে একটি বর্ণাঢ্য র্যালী রুহিয়া থানা পুলিশের কার্যালয় হতে বের হয়ে রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুহিয়া থানা চত্তরে এসে শেষ হয়।পরে পায়ড়া উড়ানো, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় এর সভাপতিত্বে থানা কম্পাউন্ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্রনাথ ঝাঁ, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক,সাধারন সাম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় রুহিয়া থানার ৫টি ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি/সম্পাদকগন ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ রুহিয়া থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বীরমুক্তিযোদ্ধাগন, রুহিয়া থানা পুলিশের সকল পদবীর সদস্য, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, এলাকার গন্যমান্য ব্যাক্তি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বিপি/কেজে