Home Uncategorized লক্ষ্মীপুরে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে- ২০২১

লক্ষ্মীপুরে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে- ২০২১

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ পুলিশই জনতা, জনতাই পুলিশ” “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য সামনে রেখে অদ্য ৩০ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলায় সফলভাবে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে-২০২১।

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেল, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে র্যা লি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল, মাননীয় সাংসদ, লক্ষ্মীপুর-৩। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, মাননীয় সাংসদ, লক্ষ্মীপুর-২, জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর, প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম, অধ্যক্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, ডাঃ মোঃ আব্দুল গফ্ফার সিভিল সার্জন, লক্ষ্মীপুর, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব পলাশ কান্তি নাথ, প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান, সাবেক অধ্যক্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, বশির উদ্দিন আহমেদ, ডিডিএনএসআই, লক্ষ্মীপুর, ডাঃ আশফাকুর রহমান মামুন, ডিডি পরিবার পরিকল্পনা বিভাগ, লক্ষ্মীপুর, এমরান হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার, বাবু শংকর মজুমদার, সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদ ও সভাপতি, সদর থানা কমিউনিটি পুলিশিং সেল, লক্ষ্মীপুর, জিয়াউল হুদা আপলু, সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং সেল, লক্ষ্মীপুর, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সাধারণ সম্পাদক, জেলা কমিউনিটি পুলিশিং সেল, লক্ষ্মীপুর, ফরিদা ইয়াসমিন লিকা, সভানেত্রী, মহিলা সংস্থা, লক্ষ্মীপুর, এডভোকেট মোছাদ্দেক হোসেন সবুজ, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবি সমিতি, লক্ষ্মীপুর, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, অফিসার ইনচার্জ লক্ষ্মীপুর মডেল থানা সহ জেলা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং সেলের সদস্যবৃন্দ। এসময়ে পুলিশ সুপার মহোদয় বলেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনসাধারনের মধ্যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ মনোভাব সৃষ্টি হয়েছে, যেকোন অপরাধই কমিউনিটি পুলিশিং এর সহায়তায় পুলিশ খুব সহজে নিবারন করতে পারে এবং মাঠ পর্যায়ে পুলিশ ও জনতা সমন্বয়পূর্বক কাজ করতে পারবে। উক্ত অনুষ্ঠানে এসআই(নিঃ)/ জনাব মোঃ অলি উল্লাহ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার(CPO) ও জনাব আবুল খায়ের স্বপন, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য(CPM) নির্বাচিত হওয়ায় উভয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

বিপি।আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী