Home Uncategorized লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা’র উদ্বোধন

লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা’র উদ্বোধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সরকারি কলেজে ‘শেখ রাসেল দেয়ালিকা’র উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেয়ালিকার উদ্বোধন করেন সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস‍্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম শাহ্জাহান কামাল।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপু-২ আসনের সংসদ সদস‍্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক ও জেলা ছাত্রলীগের সভাপতি মো: শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।

দেয়ালিকার ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, অনেক স্বপ্ন নিয়ে জাতির পিতা তার কনিষ্ঠ পুত্রের নাম রাসেল রেখেছিলেন। পিতার মতোই দরদি ও মানবিক গুণে গুণান্বিত ছিল শেখ রাসেল। সদ্য স্বাধীন বাংলাদেশের মতোই অপার সম্ভাবনা নিয়ে বড় হয়ে উঠছিল শিশু রাসেল। ঘাতকের নির্মম আঘাত তাকে কেড়ে না নিলে হয়তো একজন আদর্শ নেতা পেতো এ জাতি।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ, কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও বিএনসিসি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম জানান, শেখ রাসেল দিবস উপলক্ষে শিক্ষার্থী এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে দেয়ালিকায় শেখ রাসেলের শৈশব স্মৃতি, তার অপার সম্ভাবনা, নেতৃত্বের গুণসহ বিভিন্ন কর্মকান্ড ফুটিয়ে তোলা হয়েছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী