Home Uncategorized জকি সভাপতি -আতলাফ সম্পাদক নির্বাচিত

জকি সভাপতি -আতলাফ সম্পাদক নির্বাচিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী)জেলা প্রতিনিধি: নীলফামারী জেলা বাসমিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জকি সভাপতি -আতলাফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত। উৎসবমুখর পরিবেশে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।

গত শনিবার (৩০ অক্টোবর) নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কর্তৃক পরিচালিত সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হলি চাইন্ড স্কুলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। উৎসব আর উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচনে সভাপতি পদে দেওয়ান মুজিবুদৌলা জকি মোটর প্রতীকে ১১৮৯ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে মো. আলতাফ হোসেন ঘড়ি প্রতীকে ১২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বদ্বী মো. মমতাজ আলী (চাকা প্রতীক) ১১৩২ ভোট পান। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বদ্বী মোহাম্মদ আলী (মোমবাতি প্রতীক) ৯৭৬ ভোট পান ।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হয়েছেন- কার্যকরী সভাপতি পদে মো. জিকরুল হক, সহ-সভাপতি পদে মো. ছাইদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো.মমিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. মনছুর আলী, দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুর রশিদ, সড়ক সম্পাদক (আন্তঃজেলা) পদে সোরাব হোসেন, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ) পদে মো. স্বপন, প্রচার সম্পাদক পদে আব্দুল জলিল, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. লেবু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জাহেদুল ইসলাম মানিক এবং ক্রীড়া সম্পাদক পদে মো. স্বপন এবং কার্যকরী সদস্যের ৩ টি পদের মধ্যে ২ টি পদে নির্বাচিত হয়েছেন- আইনুল হুদা ও মো. আশিকুর রহমান। কার্যকরী সদস্যের একটি পদের বিপরীতে রবিউল ইসলাম ও শ্রী নিমাই চন্দ্র রায় সমসংখ্যক ৬৫৫ করে ভোট পেয়েছেন। ফলে এ পদটি অমীমাংসিত রয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৮টি পদের বিপরীতে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বিদ্বতা করেন। নিবাচনে ২৯৬৩ জন ভোটারের মধ্যে ২৪৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ।

এছাড়া সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান এবং উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম ও উপজেলা সমবায় অফিসার মো. মশিউর রহমান সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী