Home Uncategorized আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে সেনুয়া ইউনিয়নে আ’লীগের বর্ধিত সভা

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে সেনুয়া ইউনিয়নে আ’লীগের বর্ধিত সভা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২নং সেনুয়া ইউনিয়নে দলীয় প্রার্থী নির্বাচনের লক্ষ্যে আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে চৌধুরী হাট উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবেল সিংহের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ‌্যক্ষ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, সভা সঞ্চালনা করেন সেনুয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি।

সভায় সেনুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ,মহিলালীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার জন্য দলকে সুসংগঠিত করার এবং কাধে কাধ রেখে কাজ করার আহবান জানানো হয়।

বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর সঞ্চালনায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর প্রস্তাব ও সমর্থনকারীর মাধ্যমে আগামী ইউপি চেয়ারম্যান নির্বাচনের প্রার্থীর নাম সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোবেল সিংহ, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী আহসান উল্লাহ চৌধুরী,সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মহাদেব চন্দ্র, সহ ৫ জনের নাম সংরক্ষণ করেন।

পরবর্তীতে প্রার্থীর নামের তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সব খোঁজ খবর ঢাকায় বসে রাখেন তিনি অনেক বুঝেন কাকে মনোনয়ন দিলে দলের জন্য মঙ্গল হবে তিনি তাকেই মনোনয়ন দিবেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী