Home Uncategorized ডোমারে টানা তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন মনছুরুল ইসলাম দানু

ডোমারে টানা তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন মনছুরুল ইসলাম দানু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২ নভেম্বর নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপচেপড়া ভীড় ছিল লক্ষনীয়। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোতে ছিল দীর্ঘলাইন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় পুরুষের চেয়ে নারী ভোটার ছিল বেশি। নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু নারিকেল গাছ প্রতিক নিয়ে ৪ হাজার ৬ শত ৬৭ ভোট পেয়ে হাট্রিক বিজয়ী হয়েছেন। অপর নিকটতম প্রদিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আফরোজা নাজনীন রুমি মোবাইল প্রতিকে ৩ হাজার ৬শত ৭৪ ভোট পেয়ে ২য় এবং নৌকা প্রতীক নিয়ে গণেশ কুমার আগরওয়ালা পেয়েছেন ২ হাজার ৪ শত ২৫ ভোট। এ ছাড়াও সাধারণ কাউন্সিলর হিসাবে ১ নং ওয়ার্ডে মিজানুর রহমান জুয়েল ইসলাম, ২নং ওয়ার্র্ডে সামছুল আলম, ৩নং ওয়ার্ডে আখতারুজ্জামান সুমন, ৪নং ওয়ার্ডে সেলিম রেজা, ৫ নং ওয়ার্ডে অহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ডে মিজানুর রহমান তুলু, ৭নং ওয়ার্ডে রুবেল ইসলাম, ৮নং ওয়ার্ডে কাওছার আলম ও ৯নং ওয়ার্ডে আনারুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে শাহানাজ বেগম,উম্মে কুলছুম ও নাছিমা আক্তার বিজয়ী হয়েছে। সন্ধ্যায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষনা করেন। এ সময় উজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাসম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী