Home Uncategorized দেবীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

দেবীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

শেখ ফরিদ, দেবীগঞ্জ, (পঞ্চগড়) প্রতিনিধি: জাতীয় সমবায় দিবস আজ। রীতি অনুযায়ী প্রতিবছর ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়। । দিবসের এ বছরের প্রতিপাদ্য- বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন।

আজ দেবীগঞ্জে ৬ নভেম্বর (শনিবার) ৫০তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করেন । বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে অর্থাৎ এক’শ সতের বছর আগে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৬ হাজার সমবায় সমিতি রয়েছে।

এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী সরকার-সমবায় সম্মিলিত উদ্যোগে আড়ম্বরপূর্ণভাবে দিবসটি পালিত হচ্ছে।

জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভায় উপস্তিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, রিতু আক্তার,দেবীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামাল সহ সমবায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী