Home Uncategorized যানজটে অতিষ্ট লক্ষ্মীপুরবাসি

যানজটে অতিষ্ট লক্ষ্মীপুরবাসি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগের একটি জেলা শহর লক্ষ্মীপুর। যার আয়তন ১৪৫৫.৯৬ বর্গ কিলোমিটার। অবাধ্য ওয়াবদা খালটির গর্ভে অনেক গ্রাম ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। অনেকে এইখালকে  লক্ষীপুরের দুঃখ বলেও অভিহিত করেছেন ।

খালের করাল গ্রাসে ঘর বাড়ি ভাঙ্গা, ভিটেমাটি হারা এসব মানুষের দুঃখ দেখার কেউ নেই। নারিকেল আর সুপারি ঘেরা এই শহরের যোগাযোগ ব্যবস্থা বেশ অনুন্নত। অল্প কিছু সংখ্যক রাস্তার উপর নির্ভর করে চলাচল করে এই জেলার লোকজন। করোনাকালীন দুঃসময়ে অনেকে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে, কর্মসংস্থান নেই। অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বেকার ছেলেরা বা দিনমজুররা জীবিকার তাগিদে নিজের সর্বস্ব অর্থও ঋণ নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা গুলো কিনে বেকারত্ব ঘোচানোর চেষ্টা করছে।

এখানেও রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে ট্রাফিক পুলিশ ও কিছু চাঁদাবাজের দল। প্রতিনিয়ত  চাঁদাবাজির শিকার হচ্ছে এই অসহায় অটো রিকশা চালকরা। লক্ষ্মীপুর শহর এখন যানজটে অস্থির হয়ে পড়েছে । ব্যস্ত শহরে যতই দিন যাচ্ছে ততই যানজট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।এতে জরুরী সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ ।সদর হাসপাতাল গেটে তিন মুখী সড়কে যানজট এতটাই বেশি যে ইমার্জেন্সি যেকোন রোগী অ্যাম্বুলেন্সে আসা-যাওয়া করতে পারছে না।

এ কারণে  বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা।যানজটথেকে রেহাই পেতে হলে,  শহর থেকে অবৈধ বিদ্যুৎ চালিত যানবাহন চলাচল বন্ধ করতে হবে। তবেই  যানজট দূর করা যাবে বলে সচেতন মহল দাবি করেন।রোড প্রসস্ত করলেও যান যট থেকে রক্ষা পেতে পারে লক্ষ্মীপুর জেলাটি। বাজারের প্রধান সড়কটি যেটি বাজারের মধ্যখান বরাবর চলে গেছে তার যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। এলাকার জনগণ এই ভয়াবহ যানজট থেকে মুক্তি চায়। লক্ষ্মীপুর জেলার পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। মেঘনা নদীর ইলিশ মাছ এই জেলার অহংকার। অথচ যোগাযোগের এই অপার সম্ভাবনার নদীপথকে  যদি কাজে লাগানো যেত? তবে যানজট অনেকাংশে লাঘব হত। শুধুমাত্র সড়কপথই লক্ষীপুরের যোগাযোগের একমাত্র মাধ্যম।ঢাকা মুখি একমাত্র সড়কটিতে অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা ।

যোগাযোগের ক্ষেত্রে ট্রেন, বিমান,  নদীপথ এই ব্যবস্থা গুলোকে যদি সচল করা যেত তবে একদিকে দুর্ঘটনার কবল থেকে বাচতোঁ অনেক তাজা প্রাণ।লক্ষ্মীপুর জেলার যোগাযোগের দুর্গতি অনেকটা লাঘব হতো । যোগাযোগের ক্ষেত্রে উন্মোচিত হলো এক নতুন দ্বার কারণ লক্ষীপুরের উত্তরে চাঁদপুর দক্ষিণে ভোলা পূর্বে নোয়াখালী পশ্চিমে বরিশাল জেলা গুলি ও উপকৃত হতো। লক্ষ্মীপুরে যানজট নিরসন করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী