সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকাডুবির ঘটনায় বাবার মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(৯ নভেম্বর) সকালে উপজেলার মতিরহাট এলাকায় মৃতের মরদেহ পাওয়া যায়।
জানা যায়,গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতব্বরহাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় বাবা-ছেলে দু’জনই নিখোঁজ হয়। এতে বাবার মরদেহ পাওয়া গেলেও ছেলে কোন খোঁজ পাওয়া যায়নি।
এর আগে নৌকা ডুবিতে বাবা-ছেলে নিখোঁজ হয়েছে। নিহত মো.নুরুজ্জামান (৫০)। তিনি উপজেলার চর ফলকন ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের জাজিরা গ্রামের নতুন বাসিন্দা। ছেলে মো. নুর উদ্দিন (২৮)এখনও নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা যায়।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ্ উদ্দিন মরদেহ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেন। এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলমান রয়েছে বলে জানান।
প্রসঙ্গত, নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কায় ছয়জনসহ নৌকা ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়। স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে যায়। কিন্তু সে সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে- সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন।
বিপি/কেজে