বাংলাপ্রেস ডেস্ক: করোনায় মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে। দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ ওষুধ বাজারে এনেছে। এর নাম ‘এমোরিভির’।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা।
তিনি জানান, প্রতিটি এমোরিভির-২০০ ট্যাবলেটের দাম ৭০ টাকা। চিকিৎসকের পরামর্শে ১৮ বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত রোগীকে এ ট্যাবলেট ৪০টি খেতে হবে।
সোমবার (৮ নভেম্বর) দেশে মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ ওষুধের প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি, এটি করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম। পাশাপাশি, করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমানোর সক্ষমতা আছে এ ওষুধের।
রাব্বুর রেজা জানান, রাজধানীর ১৫০টি ফার্মেসিতে গত রাতে (সোমবার) এ ওষুধ সরবরাহ করা হয়েছে। চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগে আজ (মঙ্গলবার) পাঠানো হবে। এছাড়া, করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখে বিভিন্ন জায়গায় ওষুধ পাঠানো হবে। এখন যেসব এলাকার মানুষ বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন, সেসব এলাকায় এ ওষুধ পাঠানো হবে।
এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এটি আমাদের কোম্পানির জন্য বড় অর্জন। আমরা বিশ্বাস করি, করোনা মহামারি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।’
তিনি আরও বলেছেন, ‘বাজারে বর্তমানে করোনা রোগীদের চিকিৎসার জন্য যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে, সেগুলোর মূল কাজ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা, ভাইরাসকে অকার্যকর করা নয়। এক্ষেত্রে মলনুপিরাভির বিশ্বে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ওষুধ, যেটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি ভাইরাসের প্রজননক্ষমতা অকার্যকর করতে সক্ষম।’
বিপি/কেজে