ঝিনাইদহ প্রতিনিধি: দ্বিতীয় ধাপে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ১২জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর ৬জন, জাকের পার্টির ০৪জন ও বাংলাদেশ সাম্যবাদী দলের ১জন এবং স্বতন্ত্র ২০ জন প্রার্থী সহ মোট ৪৩জন প্রতিদ্বন্দিতা করছেন। প্রতিটি ইউনিয়নে ১২জন আঃ লীগের প্রার্থীর বিরুদ্ধে একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচনে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা গড়ে তুলেছেন।
এ ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের ১২৬ জন মহিলা সদস্য এবং সাধারন ওয়ার্ডের ৩৮৩ জন সদস্য নির্বাচনে অংশ গ্রহন করছেন।একাধিক সাধারন ভোটাররা জানান, এবার নির্বাচনে সৎ যোগ্য এবং যাকে সব সময় সাথে পাশে পাই তাদের ভোট দিবে। ঝিনাইদহ মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুল করিম জানান, নির্বাচনের মাঠ সুন্দর পরিবেশ রয়েছে আশাকরি একটা ভাল নির্বাচন উপহার দিতে পারবো।
আজকের ভোট সম্পর্কে মহেশপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল ইমরান জানান, এবারের নির্বাচনে ১১৬টি ভোট কেন্দ্রে ২লক্ষ ৪৫ হাজার ৮শ ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ২৪ হাজার ৭জন এবং মহিলা ভোটার ১লাখ ২১ হাজার ১শ ২৯ জন। তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি, একশ’ ১৬টি কেন্দ্রে পুলিশ রয়েছে পাঁচশ’ ৮০ জন। এছাড়াও প্রতি ইউনিয়নে পুলিশের স্টাইকিং ফোর্স, আনসার সদস্যসহ ১২টি ইউনিয়নে এক হাজার নয়শ’ ৭২ জন সদস্য রয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিপি/কেজে