জবি প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশের সব থেকে বড় চলচ্চিত্র উৎসব যেখানে দেশ এবং দেশের বাহিরের নির্বাচিত নির্মিত নান্দনিক চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়।
প্রতি বছরের মতো আগামী বছরেও ২০২২ সালে জানুয়ারি মাসে ১৫ থেকে ২৩ তারিখ পর্যন্ত এই উৎসব আয়োজন হবে। দেশ এবং দেশের বাহিরে বিখ্যাত নির্মাতাদের মিলনায়তন বলা যায় এই চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ।
শর্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট বিভাগে রওনাকুর সালেহীনের ২০২১ সালে স্বল্প দৈর্ঘ্য সিনেমা ‘স্টোরি অফ এ স্টোন’ প্রতিনিধিত্ব করলেও, আগামী বছর আবারো ২০২২ সালে এই বিভাগে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রওনাকুর সালেহীনের নতুন নির্মিত আরো একটি স্বল্প দৈর্ঘ্য সিনেমা “চোখ বাতি”।
“চোখ বাতি” চলচ্চিত্রের বিষয় বস্তু নিয়ে এখনো পরিচালক কিছু আলোকপাত করে নি, তবে জানা গেছে এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্য ৪ মিনিট ২৩ সেকেন্ড।
বিপি/কেজে