Home Uncategorized ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট

‘শিশু বক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ‘শিশু বক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং মাহমুদুল হাসান ওরফে মুর্তজা নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দ পুলিশের (ডিবি) পরিদর্শক রেজাউল করিম গত ২১ অক্টোবর এ চার্জশিট দাখিল করেন।

শনিবার (১৩ নভেম্বর) আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার সাইবার ট্রাইবুনালে বদলির আদেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, মোহাম্মদ আমজাদ, মো. তাওহীদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেনের ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

আদনান শান্ত নামের এক ব্যক্তি গত ৭ এপ্রিল মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এজাহারে বলা হয়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানী রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ২৫ মার্চ দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রফিকুল ইসলাম মাদানীও অংশ নেন। ওই দিন তাকে আটক করে পুলিশ। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর পর গাজীপুর ও ময়মনসিংহ থানায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। পরে ঢাকায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। কয়েক মাস কারাগারে থাকার পর জামিন পান তিনি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী