হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভূটান) বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
রবিবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি এ স্থলবন্দর পরিদর্শনে আসেন। এসময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। বন্দর পরিদর্শন শেষে বিকেলে সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সঙ্গে বন্দরের বেসরকারি অপারেটর বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড কর্তৃপক্ষ ও স্টোক হোন্ডাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ধসঢ়; উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসোবে অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো.আলমগীর বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড এর জি এম হাবিবুর রহমান, বাংলাবান্ধা আমদানি রফতানিকারক সংঘের সভাপতি আব্দুল লতিফ তারিন,বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ,বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার নজরুল ইসলাম,বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ও বাংলাবান্ধা আমদানি রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন, ইদ্রিশ আলী প্রমুখ।
বিপি/কেজে