Home Uncategorized বেষ্ট এওয়ার্ড পেলেন জবির গণিত বিভাগের অধ্যাপক

বেষ্ট এওয়ার্ড পেলেন জবির গণিত বিভাগের অধ্যাপক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরোয়ার আলম দক্ষিণ কোরিয়ার মেকানিক্যাল সোসাইটি কর্তৃক প্রকাশিত “জার্নাল অব মেকানিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি” এর ২০২০ সালের সেকেন্ড বেষ্ট এওয়ার্ড অর্জন করেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) মেকানিক্যাল সোসাইটি কর্তৃক অধ্যাপক ড. মো. সরোয়ার আলমকে একটি ইমেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ উপলক্ষে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম, সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেকেন্ড বেস্ট পেপার এওয়ার্ড অর্জন সম্পর্কে অনুভূতি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরোয়ার আলম বলেন, এওয়ার্ড অর্জনের সংবাদটি পেয়ে আমি সত্যিই আনন্দিত। মানসম্মত গবেষণার ক্ষেত্রে এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি যেটি গবেষকদের জন্য অনুপ্রেরণামূলক। স্প্রিন্জার নেচার কর্তৃক প্রকাশিত এ জার্নালটি ইম্প্যাক্ট ফ্যাক্টর যুক্ত। গবেষণাকর্মটি পরিবেশ ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবে।

জানা যায়, জার্নাল অব মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (JMST) হলো কোরিয়ান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (KSME) এর একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর লক্ষ্য হলো মূল কাজের প্রকাশনা এবং প্রসারের জন্য একটি আন্তর্জাতিক ফোরাম প্রদান করা যা যান্ত্রিক প্রকৌশলের মূল এবং সংশ্লিষ্ট শাখাগুলিকে বোঝার ক্ষেত্রে অবদান রাখে। এটি যান্ত্রিক প্রকৌশলের পুরো বর্ণালীকে কভার করে, যার মধ্যে রয়েছে গতিবিদ্যা, কম্পন এবং শব্দ প্রকৌশল, উপাদান এবং প্রযুক্তি, তরল প্রকৌশল, সলিড মেকানিক্স এবং ডিজাইন, মাইক্রো/ন্যানো ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি, উৎপাদন প্রকৌশল, রোবোটিক্স এবং কন্ট্রোল, থার্মাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইঞ্জিনিয়ারিং।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী