Home Uncategorized শিশু পাচার প্রতিরোধে ‘লিডো’র পরামর্শ সভা অনুষ্ঠিত

শিশু পাচার প্রতিরোধে ‘লিডো’র পরামর্শ সভা অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

জবি প্রতিনিধি: শিশু পাচার প্রতিরোধে সোচ্চার হতে বিদ্যমান আইনের পর্যালোচনা এবং তা বাস্তবায়নে আইনজীবীসহ সকলের ভূমিকা ও দায়িত্বপালন বিষয়ক পরামর্শ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-লিডো।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুরান ঢাকার স্টার কাবাব হোটেলে আইনজীবীদের সাথে শিশু পাচার প্রতিরোধে “আমাদের ভূমিকা ও দায়িত্ব” শীর্ষক এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিশু পাচার প্রতিরোধে জনসমর্থন আদায়ে সকলের ঐক্যবদ্ধ হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়াও একজন আইনজীবী হিসেবে শিশু পাচার প্রতিরোধে ভূমিকা এবং দায়িত্ব পালন নিয়ে বক্তারা আলোচনা করেন।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবদুল বাতেন বলেন, “শিশু পাচার প্রতিরোধে আইনজীবীদের বিরাট ভূমিকা রয়েছে। আমরা সকলে মিলে একসাথে কাজ করলে শিশু পাচার অচিরেই প্রতিরোধ করা সম্ভব।”

এছাড়াও এসকল কার্যক্রমে আইনজীবীদের মাঠপর্যায়ে কর্মরত সরকারি এবং বেসরকারি প্রতিনিধিদের বিভিন্ন আইনী পরামর্শ প্রদান এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে শিশু পাচারের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরারও পরামর্শ দেন তিনি।

আরো পড়ুন :  ডোমার মহিলা ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ হযরত আলী, একাধিক আইনজীবী, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সবুজের অভিযান ফাউন্ডেশন (এসওএফ), অপরাজেয় বাংলাদেশ, আপন ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ। সভায় সভাপতিত্ব করেন লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন।

‘শিশু পাচার বন্ধ করি, সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে লিডো বাংলাদেশে শিশু পাচার প্রতিরোধে “ইফেক্টিভ এ্যাওয়ারনেস অন এ্যান্টি ট্র্যাফিকিং প্রোগ্রাম” নামক একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে, যার মাধ্যমে পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী