ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৩তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে থানা রোডস্থ বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, পৌর যুবলীগের আহবায়ক আহাদুল করিম আহাদ, উপজেলা যুবলীগের সদস্য মো. কামরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা যুবলীগের সদস্য কাউন্সিলর মো. মোমিন খান, মো. হাফিজুর রহমান, জাহিদ হাসান, কামরুল খান, যুবলীগ নেতা মহিউদ্দিন মাহি, রাজিব খান সজিবসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৩তম জন্মদিন পালন করে যুবলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রতিভাবান রাজনীতিবিদ শেখ ফজলুল হক মণি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।
বিপি/কেজে