সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্মীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির ( ২০২২-২০২৪) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিন ব্যাপি উৎসব মুখর পরিবেশে সকাল ৯টায় ৪৯ তম বার্ষিক সাধারণ সভা ও সকাল সাড়ে দশটায় ভোট শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ ।
নির্বাচনে ৪ জন ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও ৭ জন কার্যনির্বাহী সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন । এছাড়া সেক্রেটারী পদে বিনাপ্রতিদন্দীতায় আগেই নির্বাচিত হন মোঃ ইসমাইল হোসেন ফারুক।
ভাইস-চেয়ারম্যান পদে এডভোকেট জসিম উদ্দিন ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দি প্রার্থী ফরিদা ইয়াসমিন লিকা পেয়েছেন ১৭৩ ভোট ।
আরও পড়ুন> বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে বোষ্টনের হার্ভার্ড স্কোয়ারে বিএনপির বিক্ষোভ
অন্যদিকে সদস্য পদে মো. আকতার হোসেন সাগর ৩৯১, মো. মিজানুর রহমান হিরন ৩৭০, মো. জহিরুল আলম শিমুল ৩৪৪, মো. মামুনুর রশিদ ৩৩১ ও সেলিম উদ্দিন নিজামী ৩১৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন । মোট ১০২৬ ভোটের মধ্যে ৫০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচতরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। পদাধিকার বলে জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান চেয়ারম্যান পদে রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, নির্বাচন কমিশন লক্ষ্মীপুর কোর্টের সিনিয়র আইনজীবী এড. আজগর হোসেন মাহমুদ ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল এবং সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব্য পালন করেন সহঃ অধ্যাপক সুলতানা মাসুমা ও অধ্যাপক ইকবাল ইউনিট অফিসার নাসরিন আক্তার।
বিপি/আর এল