বাংলাপ্রেস ডেস্ক: সার্চ কমিটির কার্যক্রমের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-জনগণ আর আওয়ামী লীগের ফাঁদে পা দেবে না।
আজ শুক্রবার সকালে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
শুক্রবার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কার্যক্রমের সমালোচনা করে আওয়ামী লীগের ‘ফাঁদে’ জনগণ আর পা দেবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আবারো পাতানো নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। সে চেষ্টা থেকেই তারা নতুন সার্চ কমিটি গঠন করেছে।
ফখরুল আরো বলেন, এর মধ্য দিয়েই নতুন নির্বাচন কমিশন গঠন করবে তারা। বিএনপির কাছে এ নিয়ে পরিস্কার তথ্য থাকায় সার্চ কমিটিতে কোনো নাম জমা দেয়নি। এ সরকারের অধীনে নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জনগণ সরকারের এসব কৌশল সম্পর্কে সজাগ বলেও জানান মির্জা ফখরুল।
সার্চ কমিটির কার্যক্রমের সমালোচনা করে নিজেদের কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, এই ভয়াবহ গণতন্ত্রবিরোধী, বাংলাদেশের মানুষবিরোধী, স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখে দেয়ার জন্য তারা জাতীয় ঐক্য সৃষ্টি করে একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে।
মির্জা ফখরুলের মতে, এ দেশের জনগণ গণতন্ত্রকে ধ্বংস করতে আওয়ামী লীগের যত পরিকল্পনা আছে সব ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। অতীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়েই তারা আজকে রুখে দাঁড়াবে, অবশ্যই উঠে দাঁড়াবে।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটির উদ্যোগে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রচনা প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক অধ্যাপক আ.ফ.ম. ইউসুফ হায়দারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের পরিচালনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালাম বক্তব্য রাখেন।
বিপি/আর এল