বাংলাপ্রেস ডেস্ক: স্থগিত হওয়া দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে জয়ী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের এপিএস কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইমরান আহমদ চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন মো. শামিম আহমদ।
মঙ্গলবার (২৯ মার্চ) নগরের রেজিস্ট্রারি মাঠে জেলার আওতাধীন ১৩ উপজেলা ও ৪ পৌরসভার কাউন্সিলরদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ফলাফলে আবদুল কাইয়ুম চৌধুরী ৮৬৮ ভোট পেয়ে সভাপতি এবং ৭৯৮ ভোট পেয়ে এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শামীম আহমদ ৬২৩ নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তাঁদের নেতৃত্বেই থাকবে সিলেট জেলা বিএনপি। এই নির্বাচনে মোট ভোটার ছিল ১৮১৮ জন।
২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি কাউন্সিলের মাধ্যমে আবুল কাহের শামীমকে সভাপতি ও আলী আহমদকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিলো। ২০১৯ সালের ৩ অক্টোবর কেন্দ্রীয় কমিটি পুরাতন কমিটি ভেঙে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে। এ কমিটিতে আহ্বায়ক করা হয় কামরুল হুদা জায়গীরদারকে। প্রায় ২ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে সম্মেলনের আয়োজন করলো আহবায়ক কমিটি।
২১ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল নগরের আলিয়া মাদরাসা মাঠে। কিন্তু ভোটের ২৪ ঘণ্টা আগেই কাউন্সিলরদের ভোটার তালিকা ইস্যুতে কেন্দ্রের নির্দেশে তা স্থগিত করা হয়। কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী দলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থি হলেও পরে নিজেকে প্রত্যাহার করে নেন।
বিপি/আর এল