Home রাজনীতিবিএনপি খালেদাজিয়ার চিকিৎসা ক্ষেত্রে কিছু ওষুধে পরিবর্তন আনা হয়েছে

খালেদাজিয়ার চিকিৎসা ক্ষেত্রে কিছু ওষুধে পরিবর্তন আনা হয়েছে

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ক্ষেত্রে কিছু ওষুধে পরিবর্তন আনা হয়েছে। আজ বিকালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বৈঠকে এই ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

সন্ধ্যার পর তিনি বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বৈঠক এই মাত্র শেষ হলো। ম্যাডামের কিছু ওষুধে পরিবর্তন আনা হয়েছে। শুক্রবারও মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আসবেন এবং বোর্ডের বৈঠক করে সিদ্ধান্ত নিবেন।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত বুধবার তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। একই সঙ্গে সিসিইউ’র সকল সুযোগ-সুবিধা সাবেক এই প্রধানমন্ত্রীর কেবিনে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ জুন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে তার এনজিওগ্রাম করা হলে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লকে রিং বসানো হয়েছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী