Home রাজনীতিবিএনপি দেশে গুলি করে মানুষ মারে, জাতিসংঘে গিয়ে বলে যুদ্ধ চাই না: মির্জা ফখরুল

দেশে গুলি করে মানুষ মারে, জাতিসংঘে গিয়ে বলে যুদ্ধ চাই না: মির্জা ফখরুল

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: দেশের মানুষ জেগে উঠেছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারের অত্যাচার-নিপীড়ন মানুষ আর সহ্য করবে না।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা শাওন নিহত হওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আমি আবারও আহ্বান করে বলছি, এদেশকে রক্ষা করার জন্য বিএনপিকে ক্ষমতায় বসানোর কথা বলছি না। ক্ষমতায় বসানোর কথা বলছি বাংলাদেশের মানুষকে, কারণ ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তাদের ভোটাধিকার ফিরে পেতে চাই। মানুষের জীবনের অধিকার চাই, নিরাপত্তা চাই। কথায় কথায় গুলি করবেন? কথায় কথায় ফেলে দেবেন, কথায় কথায় আগুন জ্বালিয়ে দেবেন, এদেশের মানুষ আর সহ্য করবে না।

সরকারদলীয় নানা অত্যাচারের প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, আজকে রক্ত ঝরিয়ে, ভয় দেখিয়ে, খুন করে, বাড়িঘর পুড়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়। মুন্সীগঞ্জে শুধু শাওনকে হত্যা করে ক্ষ্যান্ত হননি। এরপরে তারা বিএনপির নেতার কারখানা জ্বালিয়ে দিয়েছে। বাড়ি চালিয়ে দিয়েছে। এরপরে মুন্সীগঞ্জে একটি ত্রাসের রাজত্ব তৈরি করেছে। এভাবে সারাদেশে একটি ত্রাসের সৃষ্টি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।

ফখরুল বলেন, আমাদের ছয় শতাধিক মানুষকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তারা জাতিসংঘে গিয়ে বলে যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না। অথচ দেশে গুলি করে মানুষ মারে।

শাওন, আব্দুর রহিম ও নুর আলমের মৃত্যুতে মানুষের যে দাবি শুরু হয়েছে, যে আন্দোলন শুরু হয়েছে, যে অভ্যুত্থান শুরু হয়েছে, এই অভ্যুত্থানকে কখনও বন্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন ফখরুল।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনা সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, কামরুজ্জামান রতন, নাজিমুদ্দিন আলম, রফিকুল আলম মজনু, আমিনুল হক, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও ছাত্রদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী