243
বাংলাপ্রেস, ঢাকা: এবার যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল বিভাগ। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে শুরু হয়েছে দুদিনের পরিবহন ধর্মঘট।
এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হন। এছাড়া গতকাল থেকে বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। বিএনপির অভিযোগ, আগামীকাল বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এমন সিদ্ধান্ত। যদিও বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ বেশ কয়েকটি দাবি আদায়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
বিপি>আর এল