সাইফ উল্লাহ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শষ্যা হতে ৫০ শষ্যা হাসপাতাল উন্নত করায় সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় সংবধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কমর্কর্তা ডা: মির্জা রিয়াদ হাসান, মেডিকেল অফিসার আব্দুল আল মামুন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেকার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য হাফিজ উদ্দিন সহ আরও অনেকেই।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, যার যার পেশা অথ্যাৎ কর্মকে প্রধান্য দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মকে পচন্দ করেন, কর্মদ্বারা মানুষ এগিয়ে যাবে। তাছাড়া হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ড এর ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হবে, যাতে করে বাঁধের কাজ ভাল হয় সেই দিকে নজর রাখতে হবে।
বিপি>আর এল