বাংলাপ্রেস ডেস্ক: ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন। তবে সেই সাকিবের ব্যর্থতাতেই সর্বনাশ হলো তার দলের। দলের প্রয়োজনের মুহূর্তে তিনি দিলেন ১ ওভারে ১৭ রান। আর তাতেই এবারের সিপিএল যাত্রা শেষ হয় ফ্যালকনসের। তাদের ৯ উইকেটে হারিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স চলে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
সাকিব আজ আক্রমণে আসেন ইনিংসের ১১তম ওভারে, তখন ত্রিনবাগোর চাই ৫৪ বলে ৭০ রান। প্রথম দুই ওভারে যথাক্রমে ২ আর ৫ রান দিয়ে চাপেও ফেলেছিলেন প্রতিপক্ষকে। তবে সব চাপ এক ওভারেই সরিয়ে দেয় ত্রিনবাগোর ওপর থেকে।
১৫তম ওভারে আসা সাকিবকে দুটো ছক্কা আর একটি চার হাঁকান নিকলাস পুরান। সে ওভারের শুরুতে ৩৬ বলে ৪২ রান প্রয়োজন ছিল প্রতিপক্ষের। সাকিবের ওই ওভারের পর তা নেমে আসে ৩০ বলে ২৫ রানে।
সে ধাক্কাটা আর সামলানো হয়নি ফ্যালকনসের। শেষমেশ ত্রিনবাগো ১৬৬ রান তাড়া করে ম্যাচটা জিতেছে ১৫ বল হাতে রেখে। পুরান অপরাজিত ছিলেন ৫৩ বলে ৯০ রান করে। ওদিকে অ্যালেক্স হেলস ৪০ বল খেলে অপরাজিত ছিলেন ৫৪ রান নিয়ে। ত্রিনবাগোর একমাত্র উইকেটটা নেন রাহকিম কর্নওয়াল।
এর আগে ব্যাট হাতে সাকিব আলো ছড়িয়েছিলেন রীতিমতো। ব্যাট হাতে নেমেছেন অনেক পরে। ৬ নম্বরে নেমে তিনি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তিনি উইকেটে আসেন। তবে এরপর তিনি ওপাশে স্রেফ সঙ্গীদের আসা যাওয়ার মিছিলই দেখেছেন।
তবে সাকিব নিজে ছিলেন রূদ্ররূপে। শুরুতেই চড়াও হন সুনীল নারাইনের ওপর। তার ৫ বল থেকে সাকিব তুলে নেন ১৮ রান, ৩টি চার, আর একটি ছক্কা হাঁকান তিনি।
তিনি এরপরও তাণ্ডব চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। ৯ বলে ২৬ রান করে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি।
তার আগে ফ্যালকনসের ইনিংস টেনেছেন আমির জাঙ্গু ও আন্দ্রিস গুস। দুজনই ফিফটি করেছেন। আমির ৪৯ বলে করেছেন ৫৫, আর গুস ৪৫ বল খেলে করেছেন ৬১ রান। দ্বিতীয় উইকেটে দুজন মিলে তুলেছেন ১০৮ রান। যাতে ভর করে ১৬৬ রানের পুঁজি পায় সাকিবের দল।
তবে সে রান শেষমেশ যথেষ্ট হয়নি বোলারদের ব্যর্থতায়। সাকিব ১ ওভারে ১৭ রান দিয়ে কফিনের শেষ পেরেকটা ঠুকে দিয়েছেন বৈকি!
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]