
১২ নভেম্বর থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু


বাংলাপ্রেস অনলাইন : ১২ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র বিক্রি করা হবে। চলবে ১৩ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।
রোববার বিকেল ৫টায় নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানিয়েছেন। রিজভী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং মঙ্গলবার ১৩ নভেম্বর একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জানান, ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা



.jpg)