১৩ অক্টোবর ২০২৫

৩৫ ছক্কায় ৩১৪ রান করা কে এই হারজাস সিং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম
৩৫ ছক্কায় ৩১৪ রান করা কে এই হারজাস সিং

বাংলাপ্রেস ডেস্ক:   ৩৩ বলে ফিফটি আর ৭৪ বলে সেঞ্চুরির দেখা পান হারজাস সিং। পরের ৬৭ বলে তুলেছেন ২১৪ রান! ৫০ ওভারের টুর্নামেন্ট নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে অবিশ্বাস্য এক ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দিয়েছেন ২০ বছর বয়সি এই ব্যাটার।

 

ম্যাচে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বিপক্ষে ৩৫ ছক্কা ও ১৪ চারে ১৪১ বলে ৩১৪ রানের টর্নেডো ইনিংস খেলেন বাঁহাতি এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

প্র্যাটেন পার্কে ইনিংসের একাদশ ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন হারজাস। ২০তম ওভারে ফিফটি পূর্ণ করেন তিনি ৩৩ বলে। পরে কিছুটা মন্থর হয়ে যায় তার ব্যাটিং, ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে লাগে আরও ৪১ বল।

এরপরই শুরু তাণ্ডব! বিদ্যুৎগতিতে ১০৩ বলে পৌঁছে যা দ্বিশতকের ঘরে। আর শেষ ওভারে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ১৩২ বলে। তার ৩১৪ রানের ইনিংসে ২৬৬ রানই আসে বাউন্ডারি থেকে!

৫০ ওভারে তার দল করে ৫ উইকেটে ৪৮৩। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস স্রেফ ৩৭ রানের। জবাবে সিডনি ৮ উইকেটে করতে পারে ২৮৭।

 

এই প্রতিযোগিতার লিস্ট ‘এ’ স্বীকৃতি নেই। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভারতীয় ব্যাটার নারায়ান জাগাদিসানের। ২০২২ সালে ভিজায় হাজারে ট্রফিতে তামিল নাড়ুর হয়ে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন এ উইকেটকিপার ব্যাটার।

ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে হারজাসের জন্ম ২০০৫ সালে সিডনিতে। তার পরিবার ২০০০ সালে ভারতের চণ্ডীগড় থেকে পাড়ি জমায় সিডনিতে।

খেলাধুলা মিশে আছে হারজাসের রক্তেই। তার বাবা ইন্দ্রজিৎ সিং একসময়ে ছিলেন পাঞ্জাব রাজ্যের বক্সিং চ্যাম্পিয়ন, মা আভিন্দার কৌর ছিলেন লং জাম্পার।

হারজাস বাঁহাতি ব্যাটার হলেও মিডিয়াম পেস বোলিং করেন ডান হাতে। গত বছর অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন তিনি। ফাইনালে ৬৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলের শিরোপা জয়ে অবদান রেখেছিলেন তিনি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন