
৩৯ বছরেও সাংবাদিকদের বসার ব্যবস্থা হয়নি ফোবানা সম্মেলনে


নিজস্ব প্রতিবেদক: ৩৯ বছরেও সাংবাদিকদের বসার আলাদা কোন ব্যবস্থা হয়নি ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনে। সাংবাদিক, ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের বেশিরভাগ সময় দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করতে হয়। কেউ প্রথম কিংবা দ্বিতীয় সারিতে বসলে তাদের উঠিয়ে দেওয়া হয় অনুরোধে বা নিরাপত্তাকর্মীদের দ্বারা। এ বিষয়টি প্রতি বছরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলেও কেউ তা কর্ণপাত করেননি।
দ্বিতীয় দিনে শনিবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ৩৯তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব মাহবুবুর রহমান ভুঁইয়া একজন সংবাদকর্মীকে চেয়ার ছেড়ে অন্যত্র যাবার অনুরোধ করেন। পরে তিনি করিডোরে ফ্লোরে বসেই কাজ করেন। সাংবাদিকদের অবমূল্যায়ন করে পৃষ্ঠপোষকদের পেছেনে ছুটতেই ব্যস্ত হয়ে পড়েন। এসময় অপর একজন কর্মী এসে ভার্জিনিয়ার জনৈক একজন পৃষ্ঠপোষককেও চেয়ার ছেড়ে অন্যত্র যেতে বলেন। তিনি বলেন আমিও একজন স্পন্সর। পাল্টা উত্তরে তিনি বলেন যারা ১০ হাজার ডলারের বেশি স্পন্সর করেছে এসব চেয়ার শুধু তাদের জন্য। বিতর্ক না বাড়িয়ে পরে তিনি ফিরে যেতে বাধ্য হন।
দ্বিতীয় দিনে শনিবার (৩০ আগস্ট) নির্ধারিত সময়ের আগেই বন্ধ করা হয় অনুষ্ঠান। মিলনায়তনের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত দর্শকশ্রোতার সমাগম হওয়ায় ফোবানা কর্মকর্তা,পুলিশ ও নিরাপত্তাকর্মীরা অনুষ্ঠান আগাম বন্ধ করতে বাধ্য হন। দ্বিতীয় দিনের বাদ পড়া শিল্পীরা কাল সঙ্গীত পরিবেশন করবেন বলে জানিয়েছে ৩৯তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ।
ফোবানা কর্মকর্তারা জানান, এবারের ফোবানা সম্মেলনে এমন অতিরিক্ত দর্শক-শ্রোতার সমাগম এর আগে কখনও হয়নি। আগামীকাল এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দর্শক-শ্রোতা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। আগামীকাল রোববার যথারীতি দুপুর ১টার দিকে শুরু হবে তৃতীয় দিনের অনুষ্ঠান। প্রীতমসহ আরো গুণী শিল্পীরাও থাকছেন রোববারের অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ৩৯তম ফোবানা সম্মেলন শুরু হয়েছে শুক্রবার (২৯ আগষ্ট) এবং শেষ হবে আজ রোববার (৩১ আগষ্ট) মধ্যরাতে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

