১৩ অক্টোবর ২০২৫

৮ গোলের ম্যাচেও গোল পেলেন না মেসি, হারল মিয়ামি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম
৮ গোলের ম্যাচেও গোল পেলেন না মেসি, হারল মিয়ামি

বাংলাপ্রেস ডেস্ক:   টানা খেলার চাপে ক্লান্ত ইন্টার মিয়ামি মাঠে নামলেও প্রত্যাশা ছিল ভিন্ন কিছু। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের দর্শকদের হতাশ করল তারা। মঙ্গলবার রাতে এমএলএসের ম্যাচে শিকাগো ফায়ারের কাছে ৫-৩ গোলে হেরে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। তবে দুই দল মিলিয়ে এই ম্যাচে ৮ গোল করলেও মেসি কিছুই করতে পারেননি।

ম্যাচের শুরু থেকেই মিয়ামির রক্ষণভাগের দুর্বলতা চোখে পড়েছিল। ১১তম মিনিটে শিকাগো হেড থেকে এগিয়ে যায়। কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করে ফায়ার। মেসি ও সুয়ারেজ সুযোগ পেলেও গোলের দেখা পাননি। তবে প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার টমাস আভিলেস গোল করে ব্যবধান কমান।

কিন্তু শিকাগো দ্রুতই তৃতীয় গোল করে ফের দুই গোলের ব্যবধান নেয়। প্রথমার্ধে বল দখলে আধিপত্য দেখালেও (৬৮ শতাংশ), মিয়ামি গোলরক্ষক উস্তারিকে যথেষ্ট সাহায্য করতে পারেনি রক্ষণভাগ।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে মিয়ামি। মেসির শট একবার পোস্টে লেগে ফেরে। এরপর লুইস সুয়ারেজ জ্বলে ওঠেন। ৫৭ মিনিটে একটি গোল করেন তিনি। ৭৪ মিনিটে আবারও গোল করে ম্যাচে সমতা ফেরান। তখন মনে হচ্ছিল মিয়ামি হয়তো জিতেও যেতে পারে।

কিন্তু শেষ মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে যায়। ৮০ ও ৮৩ মিনিটে টানা দুই গোল করে জয় নিশ্চিত করে শিকাগো।

এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবার প্লে-অফ নিশ্চিত করল শিকাগো ফায়ার। অন্যদিকে, টানা ম্যাচ খেলে ক্লান্ত মিয়ামি টেবিলে চতুর্থ স্থানে রয়ে গেল। তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট, হাতে আছে আরও তিনটি ম্যাচ। শনিবার নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে মাঠে নামবে মিয়ামি।

মিয়ামির জন্য উদ্বেগের জায়গা রক্ষণভাগ। লিগে সবচেয়ে বেশি গোল করা দল হলেও এই মৌসুমে ইতোমধ্যেই ৫২ গোল হজম করেছে তারা। প্লে-অফের আগে এই দুর্বলতা না কাটাতে পারলে মেসি-সুয়ারেজদের এমএলএস জয়ের স্বপ্নে ধাক্কা লাগতে পারে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন