
আ' লীগের মনোনয়ন বঞ্চিত রনি বিএনপিতে যোগদান


রবিউল করিম, ঢাকা থেকে : আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি বিএনপিতে যোগ দিয়েছেন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার টিকিট না পেয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে বিএনপিতে যোগদান করেন।
এ সময় রনি বলেন- আমি স্ব-ইচ্ছায় আওয়ামী লীগ থেকে এখন থেকে বিএনপিতে যোগদান করলাম। আমি এই দলে থেকে মানুষের সেবা করার জন্য এখানে এসেছি৷ আমি দেশ, দল ও মানুষের জন্য কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
বিএনপির মনোনয়ন প্রত্যাশা নিয়ে প্রশ্ন করা হলে রনি বলেন, বর্তমান দেশের যে রাজনৈতিক অবস্থা, ক্ষমতাসীন দল তথা বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশী জাতীয়তাবাদে আসা শুধু মনোনয়ন জড়িত নয়, আরো অনেক কিছু জড়িত।
‘‘আমি মন থেকে এই দলে এসেছি। তবে এটা সত্য, আমরা যারা রাজনীতি করি তাদের মনে প্রাণে থাকে সংসদে যাওয়া এবং মানুষের জন্য কাজ করা। এক্ষেত্রে দল আমাকে মনোনয়ন দিক বা না দিক আজীবন বিএনপির সঙ্গে থাকবো৷’’
সময় বিএনপি মহাসচিব রনিকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে সাদরে গ্রহণ করে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের এই কঠিম সময়ে আজকে তিনি আমাদের মাঝে এসেছেন। এটা যে আমাদের জন্য বড় কত অনুপ্রেরণা হিসেবে কাজ করছে তা বলার মতো নয়৷ আজকে গৌরববোধ করছি। তার মতো মেধাবী, সমাজ সচেতন মানুষ বিএনপিতে যোগদান করেছেন। তাকে স্বাগত জানাচ্ছি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা



.jpg)