১৪ অক্টোবর ২০২৫

আবরারের খুনিদের বিচারের দাবিতে ওয়াশিংটনে প্রবাসীদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবরারের খুনিদের বিচারের দাবিতে ওয়াশিংটনে প্রবাসীদের বিক্ষোভ
নিউ ইয়র্ক প্রতিনিধি: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে গ্রেটার ওয়াশিংটন ডিসির প্রাবাসী বাংলাদেশীরা। রোববার দুপুরে ইউএস ক্যাপিটাল হিলের সামনে এই বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি। বিক্ষোভে অংশগ্রহণকারীরা আবরার ফাহাদ হত্যাকারী বুয়েট ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। যাতে ভবিষ্যতে নৃশংসভাবে আর কাউকে এভাবে হত্যা করার সাহস না পায় অপরাধীরা। বক্তরা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদ ও গোলামীর বিরুদ্ধে কথা বলায় তাকে হত্যা করা হয়েছে দাবি করে- ভারতের সাথে স্বার্থ বিরোধী সকল চুক্তি থেকে বিরত থাকার দাবি জানান। তারা আবরার হত্যায় তৎক্ষনিক গ্রেফতারসহ অপরাধীদের রিমান্ডে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। তবে অপরাধীদের বিচার কার্যক্রম যেন এখানেই থেমে না যায়, সেই দাবি জানিয়ে- হত্যাকারী ছাত্রলীগ নেতাদের দ্রুত ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দাবি করেন। এদিকে বুয়েট প্রশাসনের কাছে বিক্ষোভকারীরা দাবি জানিয়েছে- অবিলম্বে আবরার হাত্যাকারী ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার। যাতে ভবিষ্যতে আবরারের মতো নৃশংসভাবে হত্যার শিকার না হতে হয়, সেদিকেও খেয়াল রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এসময় প্রবাসী বাংলাদেশীরা আবরার হত্যার প্রতিবাদে বুয়েটে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমার্থন জানান। বুয়েটের সাবেক শিক্ষক ও বর্তমানে জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.ফরিদ আহমেদ বিক্ষোভে অংশ নিয়ে বলেন, বর্তমান বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ কার্যক্রম চালাচ্ছে।শুধু বুয়েটে না, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও অনৈতিক কর্মকাণ্ড করছে তারা। এর ফলে শিক্ষা কার্যক্রমকে ব্যঘাত ঘটছে। ভারত-বাংলাদেশ মধ্যকার সম্পর্ক নিয়ে মন্তব্য করে আবরার হত্যার শিকার হয়েছে এমনটাই দাবি করে তিনি বলেন- আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পিছনে মূল কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা এই হত্যার প্রতিবার জানাচ্ছি। একইসাথে ভারতের সাথে চুক্তির ক্ষেত্রে নিজেদের স্বার্থটাতো দেখাও আহ্বান জানান সরকারের প্রতি। আবরার হত্যার বিচারের দাবিতে ওয়াশিংটনডিসিতে বাংলাদেশীদের বিক্ষোভ বক্তব্য রাখেন,বুয়েটের সাবেক শিক্ষক ইঞ্জিনিয়ার শামিম আহমেদ, বুয়েটের প্রাক্তন ছাত্র ওয়াশিংটন ডিসির বাসিন্দা ইঞ্জিনিয়ার শাহিন, লেখক ও কলামিস্ট মোহাম্মদ আনাম,সাংবাদিক আবু সাইদ মাহফুজ, আইটিপিএফ ইউএস এর পরিচালক মোঃজামান, বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি এক্টিভিট নেসার আহমেদ,ব্যাবসায়ী জাহিদ চৌধুরী, নিউজবিডিইউএস এর উপদেষ্টা মোঃআলম,কমিউনিটি এক্টিভিট কামরুন কনা,পিচফর হিউমিনিটির পরিচালক মোহাম্মদ জহরুল ইসলাম সহ অনেকে। ক্যাপিটাল হিলের সামনে এই বিক্ষোভকারীরা আবরার হত্যার ন্যায় বিচার চেয়ে বিভিন্ন ধরণের প্লেকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেয়। এসময় ‘উই ওয়ান্ট জাস্টিস ফর আবরার’ বলে স্লোগান দেয়। বিক্ষোভে সবাই কালো ব্যাজ ধারণ করে এক মিনিট নিরবতা পালন করে এবং আবরারের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আবু সাইদ মাহফুজ। এসময় আবরার ফাহাদের জন্য জান্নাত কামনা করেন। এসময় যুবসমাজকে বিভ্রান্তির পথ থেকে ফিরে সঠিক পথে চলার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। অপরাধীদের জন্য হেদায়াত কামনা করা হয়। বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন-ড.নজরুল ইসলা,ড.হাসমত শিকদার,ব্যাবসায়ী মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ সরকার, আফসার মাহমুদ,রহমান,নিউট্রিসিয়ান ফারহানা ইমা, ড.ইয়াসমিন,ফাহিমা বিসসাস সহ অনেকে। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে বিক্ষোভে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানানো হয়। বিক্ষোভের আয়োজক “বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি”প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজের পাশাপাশি মানবধিকার বিভিন্ন সক্রিয় ভূমিকা পালন করে। গত ৬ অক্টোবর রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হল থেকে ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন চকবাজার থানায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে মামলায় বুয়েট ছাত্রলীগের ১৯ আসামিকেই গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদেরকেও বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন