১৩ অক্টোবর ২০২৫

আফগানিস্তানে এবার সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:০৩ এএম
আফগানিস্তানে এবার সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা

বাংলাপ্রেস ডেস্ক:   আফগানিস্তানে কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকম,ইনস্টাগ্রাম এবং এক্সসহ কিছু প্ল্যাটফর্মের নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমিত করতে ফিল্টার প্রয়োগ করা হয়েছে।

তবে কী ধরনের পোস্ট ফিল্টারের আওতায় পড়ছে তা স্পষ্ট নয়। কাবুলের কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিবিসিকে জানিয়েছেন, তারা এখন আর তাদের ফেইসবুক অ্যাকাউন্টে ভিডিও দেখতে পাচ্ছেন না, ইনস্টাগ্রাম অ্যাকসেস করতেও সমস্যা হচ্ছে।

আফগানিস্তান জুড়ে দুই দিনের জন্য ইন্টারনেট ও টেলিকম পরিষেবা বন্ধের ঘটনার এক সপ্তাহ পরে এ কনটেন্ট নিষেধাজ্ঞা এলো।

 

ইন্টারনেট-টেলিকম বন্ধের কারণে নাগরিকরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছিলেন। পরে এসব সেবা চালু হলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিবিসি বলছে, ৪৮ ঘণ্টার ওই ব্ল্যাকআউটে ব্যবসা-বাণিজ্য এবং ফ্লাইট চলাচল ব্যাহত হয়, জরুরি সেবার সুযোগ সীমিত হয়ে যায় এবং নারী ও কন্যাশিশুদের আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে তোলে। 

তালেবান সরকারের এক সূত্র বলছে, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সের মত প্ল্যাটফর্মে নির্দিষ্ট ধরনের কন্টেন্ট সীমিত করতে কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে।’

এ নিষেধাজ্ঞা নিয়ে তালেবান সরকারের তরফে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

পূর্বাঞ্চলের নঙ্গরহার প্রদেশের একটি সরকারি দপ্তরে কর্মরত এক ব্যক্তি বিবিসিকে জানান, তিনি ফেইসবুক খুলতে পারলেও ছবি দেখতে কিংবা ভিডিও চালাতে পারছেন না।

এর আগে গত সপ্তাহে যে ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছিল তা নিয়ে তালেবান সরকার কোনো ব্যাখ্যা দেয়নি। তবে গত মাসে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নরের একজন মুখপাত্র বলেছিলেন, ‘অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে’ ইন্টারনেট ব্লক করা হচ্ছে।

 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন