১৪ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আফগানিস্তানের প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা

বাংলাপ্রেস অনলাইন :আফগানিস্তানে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি। ঈদ উল আজহা উপলক্ষে এই ঘোষণা দেয়া হয়েছে। সোমবার থেকে কার্যকর হয়ে ২১ নভেম্বর পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে।গতকাল রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট গনি।

আফগান প্রেসিডেন্ট জানান, এই যুদ্ধবিরতি শুধু শর্তসাপেক্ষে তালেবানের সাথে কার্যকর হবে। আইএসআইএল( আইএসআই) বা অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। তিনি বলেন, তালেবানের পক্ষ থেকে কোন উসকানি না আসলে নবীজীর জন্মদিন পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে। এদিকে, এক বিবৃতিতে ঈদ উপলক্ষে একশ' জন বন্দীকে মুক্তির ঘোষনা দিয়েছে জঙ্গী সংগঠন তালেবান। অন্যদিকে, আফগানিস্তান সরকারের এই যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন