১৩ অক্টোবর ২০২৫

আইএস নিয়ে ছবির প্রোমোশন, আতঙ্কের জন্য ক্ষমা প্রার্থনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আইএস নিয়ে ছবির প্রোমোশন, আতঙ্কের জন্য ক্ষমা প্রার্থনা
একটা শপিং মলকে ঘিরে রেখেছে এক দল সশস্ত্র আইএস জঙ্গি। প্রত্যেকের হাতেই স্বয়ংক্রিয় বন্দুক, রকেট লঞ্চার। একজন জঙ্গি আবার ঘোড়ায় সওয়ার হয়ে এসেছে। শপিং মলের ভেতরে তখন কেনকাটায় ব্যস্ত লোকজন। হঠাৎই জঙ্গিরা তলোয়ার ও বন্দুক উঁচিয়ে ‘আল্লাহু আকবর’ বলে চিত্কার করতে করতে শপিং মলের ভেতরে ঢুকে পড়ে। জঙ্গি হামলা হয়েছে ভেবে মলের ভেতরে তখন ধুন্ধুমার কাণ্ড। লোকজন ছোটাছুটি করতে শুরু করে দেন। গত সোমবার রাতে তেহরানের একটি শপিং মলের দৃশ্যপটটা ঠিক এ রকমই ছিল।
দৃশ্যপটই বটে! না, কোনো জঙ্গি হামলা-টামলা নয়, ওটা ছিল একটি ইরানি ছবির প্রোমোশন। ছবির নাম দামাস্কাস টাইম। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবির গল্পটা বাবা-ছেলে এবং ইসলামিক স্টেট জঙ্গিদের নিয়ে। ইরানের এক ব্যক্তি ও তার ছেলে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকায় গিয়েছিলেন ত্রাণসামগ্রী পৌঁছতে। কিন্তু সেখানে গিয়ে আইএস জঙ্গিদের খপ্পরে পড়েন তারা। বাবা-ছেলেকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন