১৪ অক্টোবর ২০২৫

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে তৎপর তেঁতুলিয়া মডেল থানা পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে তৎপর তেঁতুলিয়া মডেল থানা পুলিশ
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া ( পঞ্চগড় ) প্রতিনিধি : পবিত্র ঈদকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, আইন - শৃঙ্খলা নিয়ন্ত্রনে তৎপর তেঁতুলিয়া মডেল থানা পুলিশ । ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, বিশ্ব মুসলিমের সবচেয়ে পবিত্রতম মাস পবিত্র রমজান মাস চলছে এখন । আর এই পবিত্র রমজান মাস শেষে রয়েছে মুসলমানদের আরো একটি পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর । চলমান পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের প্রতিটি সদস্য । কেউ যাতে আইন - শৃঙ্খলা বিনষ্ট না করতে পারে সেদিকে সদা জাগ্রত আমরা । ওসি আবু সাঈদ চৌধুরী তেঁতুলিয়া মডেল থানায় যোগদানের পর থেকে আইন - শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে । এছাড়াও এলাকায় মাদক , সন্ত্রাস , চাঁদাবাজীর মত অপরাধ প্রবণতা তার নেতৃত্বে অনেকটাই কমিয়ে আনা হয়েছে । ইতিমধ্যেই এলাকার চিহ্নিত মাদককারবারীদের কে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে । পুলিশ জনগনের বন্ধু একথা প্রমাণ করেছে ওসি আবু সাঈদ চৌধুরী এর নেতৃত্বে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ । চৌকস এই পুলিশ অফিসারের নেতৃত্বে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডের জন্য সাধারণ জনগণের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশ । জনসাধারণের আইনী সেবাকে সহজ করার জন্য থানায় খোলা হয়েছে নারী , শিশু ও প্রতিবন্ধী ডেস্ক । এছাড়াও পুলিশিং সেবাকে বেগবান করার জন্য বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে । পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে ওসি আবু সাঈদ চৌধুরী নেতৃত্বে তেঁতুলিয়া মডেল থানা বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন