
বাংলাপ্রেস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আজ বুধবার (২৭ আগস্ট) সামাজিকমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক বার্তায় এই ঘোষণা দেন তিনি।
অশ্বিন লিখেছেন, বিশেষ দিন এবং বিশেষ একটি শুরু। সবাই বলে, সব সমাপ্তির পরই থাকে নতুন শুরু। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রাও শুরু হচ্ছে আজ
আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেই ক্যারিয়ারের ইতি টানলেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা অশ্বিন ইতি টানলেন সেই দলের জার্সিতেই। মাঝে খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবে।
চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১০ ও ২০১১ সালে আইপিএল শিরোপা জেতেন তিনি। এবার অবসর ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ তৈরি হলো অশ্বিনের।
এর আগে, ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের সাবেক তারকা এই অলরাউন্ডার। দেশটির দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী অশ্বিন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]