১৪ অক্টোবর ২০২৫

দ. আফ্রিকার বিপক্ষেও আশা জাগিয়ে হারের হতাশায় ডুবল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম
দ. আফ্রিকার বিপক্ষেও আশা জাগিয়ে হারের হতাশায় ডুবল বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক:  স্বর্ণা আক্তারের ব্যাটে ঝড় ২৩২ রানের পাশাপাশি বাংলাদেশ শিবিরে এনে দিয়েছিল বিশ্বাস। ৭৮ রানে যখন অর্ধেক ইনিংস হাওয়া হয়ে গেল, তখন সে বিশ্বাসের পাল আরও জোর হাওয়া পাচ্ছিল। তবে শেষমেশ সে বিশ্বাস ভেঙে চুরমার হলো, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও শেষমেশ হারল ৩ উইকেটের ব্যবধানে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত চার উইকেটে হেরেছিল তারা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে দিন কাটে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার আবারও দারুণভাবে লড়ল টাইগ্রেসরা, যদিও শেষ হাসি হাসল প্রোটিয়ারা।

বাংলাদেশ টস জিতে ব্যাটিং নেয় এবং ৫০ ওভারে করে ২৩২ রান ছয় উইকেটে। ওপেনার শারমিন আক্তার সুপ্তা করেন ৫১ রান, খেলেন ৭৭ বল। অন্যদিকে অলরাউন্ডার শর্ণা আক্তার ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। এটি বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম অর্ধশতক।

ফারজানা হক (৩০), রুবিয়া হায়দার (২৫) ও অধিনায়ক নিগার সুলতানা (৩২) ব্যাট হাতে ভালো অবদান রাখেন। ইনিংসের শেষ দিকে রিতু মনি ৮ বলে করেন ১৯ রান। শেষ ১০ ওভারে দল তোলে ৮২ রান।

২৩৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের স্পিনাররা দারুণ বোলিং করে ২৩ ওভারের মধ্যেই প্রতিপক্ষকে চেপে ধরেন, ৭৮ রানে তারা খুইয়ে বসে ৫ উইকেট।

কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মারিজান ক্যাপ ও ক্লোয়ি ট্রায়ন। ক্যাপ করেন ৫৬ ও ট্রায়ন ৬২ রান। এই জুটি প্রোটিয়াদের জয়ের পথে নিয়ে যায়। শেষ দিকে নাদিন ডি ক্লার্ক আগের ম্যাচের মতোই দায়িত্ব নেন। শেষ ওভারের আগেই তাকে ক্যাচ মিস করে বাংলাদেশ, আর সেই ভুলেই শেষমেশ ম্যাচ হাতছাড়া হয়। তিন বল বাকি থাকতেই তিন উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন