
মামলায় হেরে যাচ্ছেন ভেবে
আলবেনিয়ায় জনাকীর্ণ আদালতে বিচারাধীন ব্যক্তির গুলিতে বিচারক নিহত
আদালতে উপস্থিত আরও দুজন আহত হয়েছেন


মিনারা হেলেন: এক বিচারাধীন ব্যক্তি আদালতের ভেতর গুলি চালিয়ে বিচারককে হত্যা করেছেন। আদালতে উপস্থিত আরও দুজন আহত হয়েছেন। একটি আপিল আদালতের বিচারককে গুলি করে হত্যা করেছে সেই ব্যক্তি, যার মামলার বিচার তিনি করছিলেন। ঘটনাটি ঘটে আলবেনিয়ার রাজধানী তিরানার একটি জনাকীর্ণ আদালতে।
বিচারক অ্যাস্ট্রিট কালাজা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনাস্থলেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটি ছিল একটি সম্পত্তি নিয়ে বিরোধের এবং ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি জানতেন তিনি মামলায় হেরে যাচ্ছেন, তাই গুলি চালান।
বিচারাধীন মামলায় জড়িত বাবা ও ছেলে দুজনও গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা ঘটনাটিকে “মর্মান্তিক” বলে অভিহিত করেছেন এবং অস্ত্র–সম্পর্কিত অপরাধের জন্য আরও কঠোর সাজা প্রবর্তনের আহ্বান জানিয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট বাজরাম বেগাই বলেছেন, এটি 'সমগ্র বিচারব্যবস্থার ওপর ভয়াবহ আক্রমণ!
পুলিশ জানিয়েছে, তারা 'ই শ' নামের আদ্যক্ষরধারী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, অভিযুক্তের চাচা এবং আদালতের নিরাপত্তারক্ষীকেও আটক করা হয়েছে।
বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা সালি বেরিশা বলেছেন, বিচারক কালাজার হত্যাকাণ্ড গত ৩৫ বছরে প্রথম ঘটনা, যেখানে কোনো বিচারক 'নিজের দায়িত্ব পালনকালে' নিহত হলেন। তিনি আরও বলেন, 'আজ সমগ্র আলবেনীয় সমাজের আত্মসমালোচনার দিন।'
বিচারক কালাজা প্রায় তিন দশক আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং ২০১৯ সালে তাঁকে তিরানার আপিল আদালতে নিয়োগ দেওয়া হয়।
আলবেনিয়ার আইনে, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। দক্ষিণ-পূর্ব ও পূর্ব ইউরোপের ক্ষুদ্র অস্ত্র ও হালকা অস্ত্র নিয়ন্ত্রণ কেন্দ্র (SEESAC)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে আলবেনিয়ায় ২১৩টি আগ্নেয়াস্ত্র-সম্পর্কিত ঘটনা ঘটেছে।
এই মর্মান্তিক ঘটনাটি আলবেনিয়ায় গত তিন দশকের মধ্যে প্রথম হলেও, ইউরোপে এর আগেও এমন ঘটনা ঘটেছে।
২০১৫ সালে ইতালির মিলান শহরের ন্যায়বিচার প্রাসাদে এক দেউলিয়া ব্যবসায়ী বিচারাধীন অবস্থায় গুলি চালিয়ে এক বিচারক, এক আইনজীবী ও তাঁর সহঅভিযুক্তকে হত্যা করেছিলেন।
অভিযুক্ত ক্লাউদিও জিয়ার্ডিয়েলো গুলি চালানোর পর এক ঘণ্টারও বেশি সময় আদালতের ভবনের ভেতরে লুকিয়ে ছিলেন। পরে তিনি মোটরবাইকে পালিয়ে যান, প্রায় ১৫ মাইল দূরে গিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বিপি/সিএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের

ভুটান থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনলে দুই দেশেরই উপকার: হামু দর্জি

মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে গাজা শান্তিচুক্তিতে সই করলেন ট্রাম্প

