
আ'লীগের অর্থমন্ত্রী কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া লড়বেন ধানের শীষ প্রতীকে


বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগ আমলের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। এর আগে ড. কামাল হোসেনের হাতে ফুল দিয়ে গণফোরামে যোগ দেন ড. রেজা কিবরিয়া। সেসময় গণফোরামের শীর্ষ নেতারা ছাড়াও কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।
মূলত গণফোরামে যোগদানের মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। ড. কামাল হোসেন বলেন, দেশে সত্যিকারের আইনের শাসন ও সাংবিধানিক শাসনের জন্য যে লড়াই সংগ্রাম করছে জাতীয় ঐক্যফ্রন্ট, ড. রেজা কিবরিয়া তাতে শামিল হওয়ায় আরো এগিয়ে গেল তা। এরপর ড. রেজা কিবরিয়া বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশকে ঠিক পথে ফেরত নেওয়ার, এছাড়া আর কোনো বিকল্প নাই। ড. কামাল হোসেনের নেতৃত্ব ছাড়া আমি যে ধরনের বাংলাদেশ দেখতে চাই, সেটা সম্ভব না।’ আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করা হলে ড. রেজা কিবরিয়া বলেন, ‘যেই আদর্শের জন্যে আমার বাবা রাজনীতি করেছেন, লড়াই করেছেন, সেই আদর্শ থেকে দলটি অনেক দূরে চলে গেছে। আমি সেটা মনে করি।’
গত বৃহস্পতিবার ধানের শীষ প্রতীকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ড. রেজা কিবরিয়া। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট মনোনয়ন দিলে আশা করি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনটি উপহার দিতে পারব।’
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা



.jpg)