১৫ অক্টোবর ২০২৫

আ.লীগই ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে : রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আ.লীগই ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে : রিজভী

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি নয়, আওয়ামী লীগই ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে।’ একটি প্রহসনের নির্বাচনের জন্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের হাতের মুঠোয় পুলিশ, র‍্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনী; বিএনপি পলাতক অবস্থায় আছে। বিএনপি দৌড়ের ওপর আছে। লাখ লাখ মামলার কারণে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না, ঘরে থাকতে পারছে না। ওরা মেকানিজম করবে কী করে, ওরা ভুয়া ব্যালট পেপার ছাপবে কী করে? আরে বিএনপি তো পোস্টার ছাপাতে গেলে সেই প্রেসে গিয়ে হামলা করছে।’

রিজভী বলেন, ‘ভোট ডাকাতির সব আয়োজন করছে সরকার।’ প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘বুধবার হাইকোর্টে হাজিরা দিতে আসা দুই বিএনপি নেতাকে ধরে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ, অথচ তা অস্বীকার করা হচ্ছে।’ ক্ষমতাসীনদের জয়ী করতে নির্লজ্জ ভূমিকায় অবতীর্ণ হয়েছে নির্বাচন কমিশন উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, ‘সিইসি এতটাই বেপরোয়া যে একজন ইসির অস্তিত্বে আঘাত করেছেন তিনি।’

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন