
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে জামায়াত আমির, ১ লাখ টাকা অনুদানের ঘোষণা


বাংলাপ্রেস ডেস্ক:রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ও রাসায়নিক গুদাম পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ওই অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটে এবং আরও কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই আমীরে জামায়াত ঘটনাস্থলে পৌঁছে কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফায়ার সার্ভিস, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমীর আবদুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং ঢাকা-১৬ আসনে এমপি প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন।
ডা. শফিকুর রহমান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
তিনি বলেন, “এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।” তিনি নিহত ও আহতদের পরিবারের সহায়তায় সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংস্থা, সংগঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এর আগে এক বিবৃতিতে জামায়াত আমীর অগ্নিকাণ্ডে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা


