১৪ অক্টোবর ২০২৫

আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইরান

বাংলাপ্রেস অনলাইন : ইরানের ওপর নতুন করে মার্কিন অবরোধ আরোপ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনগভাবে লড়াইয়ে নেমেছে দেশটি। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) জুলাইয়ের শেষে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে। সোমবার নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত আইসিজেতে যুক্তিতর্কে অংশ নিচ্ছে ইরান। খবর এএফপি/বাসস।

যুক্তরাষ্ট্র ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমানু চুক্তি স্বাক্ষরের পর দেশটির ওপর আরোপিত অবরোধ শিথিল করে। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি বাতিল করে ইরানের ওপর আবারো কঠোর অবরোধ আরোপ করে। নভেম্বরের প্রথমদিকে দ্বিতীয়বারের মত আরোপিত এ অবরোধ কার্যকর হতে যাচ্ছে। আর এ অবরোধের লক্ষ্য ইরানের তেল সম্পদ ও জ্বালানী খাত।

আইসিজেতে মামলাটি দায়েরের সময় তেহরান বিচারকদের প্রতি অবিলম্বে অবরোধ তুলে নিতে নির্দেশ দেয়ার আহ্বান জানায়। এছাড়া যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার নেই উল্লেখ করে তেহরান এর জন্য ক্ষতিপূরণও দাবি করে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন