
আন্দোলনের দিকেই যাচ্ছে ঐক্যফ্রন্ট!


বাংলাপ্রেস অনলাইন: সংলাপ যদি সফল না হয় তবে সেই দায় সরকারকেই নিতে হবে বলে জানিয়ে দিলেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের ৭ দফা দাবির মধ্যে প্রথম দফাই ছিল বেগম জিয়ার মুক্তি। তারপর সরকারের পদত্যাগ, সংসদ নির্বাচন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের পুনর্গঠন। এ বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আমরা প্রস্তাব করেছি, আলোচনা চালিয়ে যেতে চাই।
আজ বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ও ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ শেষে বিকেলে বেইলি রোডে সংবাদ সম্মেলন করেন ঐক্যফ্রন্টের নেতারা। মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জনগণকে উদ্বুদ্ধ করে, তাদের সঙ্গে নিয়েই দাবি আদায় করা হবে। আন্দোলন করে দাবি আদায়ে ক্ষেত্রে কোনো অঘটন ঘটলে তিার দায় সরকারের বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশন বৃহস্পতিবার তফসিল ঘোষণা করতে যাচ্ছে-এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তফসিলের সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক থাকবে না। প্রয়োজনে তফসিল আবার পরেও ঘোষণা করা যাবে। ওটাকে রিসিডিউল করা যেতে পারে। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, সংলাপের মাধ্যমে আমরা দাবি-দাওয়া উত্থাপন করেছি। আমরা চেয়েছি শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় করতে। এখন বল প্রধানমন্ত্রীর কোর্টে। এরপর যা হবে তার দায়-দায়িত্ব সরকারের।
তিনি বলেন, সারা দেশে হাজার হাজার নেতাকর্মীর নামে যেসব মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাহার ও ভবিষ্যতে আর কোনো গায়েবি হয়রানিমূলক মামলা ও ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। আলোচনা মনঃপূত হয়নি, সংলাপে কোনো সমাধান আসেনি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দ্বিতীয় দফা সংলাপেও কোনো ‘সমাধান’ পাইনি।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, সংলাপে আমরা খালেদা জিয়ার মুক্তির বিষয়টা জোর দিয়ে বলেছি, তাকে যেন মুক্তি দেওয়া হয়। এর আগে, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের সংলাপ প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে চাইলে এর পরও ছোট পরিসরে সরকার দলীয়দের সঙ্গে বিরোধী দল ও জোটের আলোচনা চলতে পারে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুরসহ অনেকে।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা



.jpg)