
আটলান্টা ফোবানায় গৌরবময় সেবার শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন মোহাম্মদ আলমগীর


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে সর্ববৃহৎ বাংলাদেশি সংগঠন নেটওয়ার্ক ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) আটলান্টার সম্মেলনে গৌরবময় সেবার শ্রেষ্ঠত্ব পুরস্কার পেয়েছেন অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর। ৮০টিরও বেশি সদস্য সংগঠন এবং ৬০ হাজারেরও বেশি সদস্য নিয়ে গঠিত এই ফেডারেশনের এই সম্মাননা সেইসব ব্যক্তিদের দেওয়া হয়, যাদের সেবামূলক অবদান কমিউনিটিতে স্থায়ী ছাপ রেখে গেছে।
মোহাম্মদ আলমগীরের নেতৃত্বগুণ ও মানবিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি ছিলেন ঐতিহাসিক হিউস্টন অ্যাকর্ড-এর প্রধান উদ্যোক্তাদের একজন, যা দীর্ঘদিন বিভক্ত থাকা দলগুলোকে ঐক্যবদ্ধ করে ফোবানার মিশনকে পুনরুজ্জীবিত করেছিল। একজন সিনিয়র উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন প্রজ্ঞার কণ্ঠস্বর—সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে উৎসাহিত করেছেন এবং কঠিন সময়ে এগিয়ে এসে সবার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁর সুদৃঢ় দিকনির্দেশনায় ফোবানা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম চালিয়েছে, কোভিড-১৯ মহামারির সময় সহায়তা দিয়েছে এবং উত্তর আমেরিকা ও বাংলাদেশে অসংখ্য পরিবারকে সহায়তা পৌঁছে দিয়েছে।

সংকট মোকাবেলার বাইরেও তিনি তরুণ প্রজন্মের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর উদ্যোগে গড়ে উঠেছে বৃত্তি ও শিক্ষার সুযোগ, যা অসংখ্য তরুণের ভবিষ্যৎ বদলে দিয়েছে। চেয়ারম্যান হিসেবে তিনি তাঁর হোস্ট কমিটিকে নেতৃত্ব দিয়ে ফোবানার ইতিহাসে সর্বোচ্চ তহবিল সংগ্রহে সক্ষম হন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে সম্পর্ক জোরদার করেন, যার ফলে ফোবানা সম্মেলনে বাংলাদেশের সরকারি উপস্থিতি নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ফোবানার মর্যাদা আরও বৃদ্ধি পায়।
এই স্বীকৃতিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করেছে মোহাম্মদ আলমগীরের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। তাঁর অর্জনের জন্য যেমন তাঁকে সম্মান করা হয়, তেমনি সহকর্মী, কমিউনিটি নেতা ও পরিবারগুলোর কাছেও তিনি প্রিয়, কারণ তাঁরা তাঁর মধ্যে খুঁজে পান বিনয় ও দৃঢ়তার এক বিরল সমন্বয়। তাঁর উত্তরাধিকার হলো ঐক্য, সেবা ও দূরদর্শী প্রভাবের এক দৃষ্টান্ত, যা তাঁকে জানে এমন প্রত্যেককেই অনুপ্রাণিত করে চলেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

