
আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা অনুষ্ঠিত


সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : গতকাল (২০জানুয়ারি) সন্ধ্যায় আটলান্টিক সিটির একটি ভেনুতে আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওমেন মিসেস গোয়েনডোলিন ক্যালাওয়ে লুইস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিউজারসির দ্বিতীয় কংগ্রেসনাল জেলা থেকে কংগ্রেসম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী উইল কানিংহ্যাম,কংগ্রেসওম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ব্রিজিড হ্যারিসন ও এমি কেনেডি,এসলে বেনেট,সিটি কাউন্সিলের সভাপতি জর্জ টিবিট,সিটি কাউন্সিলের সহসভাপতি এম ও ডেলগাডো,কাউন্সিলওম্যান লা টয়া ডানসটন,সিটি কাউন্সিলর আনজুম জিয়া,সিটি কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ, ডেমোক্র্যাট নেতা টরেস মেফিলড, ক্যালাওয়ে, ডারউড পিনকেট,ডেমোক্র্যাট নেতা সৈয়দ মো: কাউসার,জহিরুল ইসলাম বাবুল,আবদুর রফিক,ধীমান পাল,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ সংগঠনের মূলধারার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের সমর্থনে কংগ্রেসওম্যান , কংগ্রেসম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারীরা বক্তব্য রাখেন এবং তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।সভায় আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নেতৃবৃনদ কংগ্রেসওম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী এমি কেনেডীকে সংগঠনের পক্ষ থেকে এন্ডোরস করেন।সভায় উপস্থিত ডেমোক্র্যাটরা তাঁকে করতালির মাধ্যমে অভিনন্দিত করেন।
এছাড়া সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃনদ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতির ধন্যবাদ জ্ঞ্যাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

