
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত


সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা গত আঠাশ জানুয়ারি, মংগলবার বিকেলে অনুষ্ঠিত হয়।আটলান্টিক সিটির ১৩০০ আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সদস্য সচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি জন ডাবলিন,সহ সভাপতি ফারুক হোসেন,সদস্য মিসেস প্যাট্রিসিয়া বেইলি, মিসেস রুথ বায়ারড,সুব্রত চৌধুরী,আলবার্ট হারবার্ট,কাজী ইসলাম,এলেন থমাস উপস্থিত ছিলেন।
পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সুপারইনটেনডেনট ব্যারি এস কালডওয়েল তাঁর প্রতিবেদন পেশ করেন।এছাড়া ছাএ প্রতিনিধি হিসাবে সভায় বক্তব্য রাখেন আটলান্টিক সিটি হাই স্কুল এর একাদশ গ্রেডের ছাএী ফারহানা সিদ্দীক । পর্ষদ সভায় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ারড এর কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ সহ অন্যান্য অভিবাবকরা। সভায় অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্য সূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সলিসিটর,সহ সুপারইনটেনডেনট,ব্যবসা প্রশাসকবৃনদ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন কমিউনিটির লোকজনও সভায় উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

