১৫ অক্টোবর ২০২৫

আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের ব্যাপক প্রস্তুতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের ব্যাপক প্রস্তুতি

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউজার্সির আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদ্‌যাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে।

একুশের প্রথম প্রহরে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আয়োজকদের সূএে জানা গেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, বিএনপি অব নিউজারসি স্টেট সাউথ, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরানের নেতৃত্বাধীন অংশ, বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাব অব আটলানটিক সিটি সহ বিভিন্ন সংগঠন এখানকার অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করবে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক,সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা আটলান্টিক সিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনকে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের জন্য আহ্বান জানিয়েছেন।

এছাড়া সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এর নেতৃত্বাধীন অংশের উদ্যোগে একুশের প্রথম প্রহরে আটলান্টিক সিটির ১৭২০ আটলান্টিক অ্যাভিনিউর অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব আটলান্টিক সিটির বিভিন্ন আঞ্চলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনকে সংগঠনের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের জন্য আহ্বান জানিয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন